নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

শেরপুর কারাগার থেকে পালিয়ে আসা হাজতি ফতুল্লায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫০, ১০ জুলাই ২০২৫

শেরপুর কারাগার থেকে পালিয়ে আসা হাজতি ফতুল্লায় গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে আসা হাজতি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম (৩৬) ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকার আলী হোসেন বেপারীর ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এসআই সনজিব জোয়াদ্দার গোপন সংবাদের ভিত্তিতে আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল জানিয়েছে ২০২২ সালের জুলাই মাসে শেরপুর জেলায় প্রেমিকাকে বিয়ে করতে না পেরে তাকে হত্যা করেছে।

এ হত্যা মামলায় আরিফুল শেরপুর কারাগারে বন্দি ছিলেন। তার হাজতী নম্মার-২০৬৬/২২। ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর কারাগার ভেঙ্গে আরিফুল সহ অনেক হাজতী পালিয়ে যায়।

পরবর্তীতে আরিফুল আর আত্মসমর্পন করেনি। এবিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।