
বন্দরে সংঘবদ্ধ ডাকাত দলের আরো ১ সদস্যকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত আবুল বাশার বাদশা (৩৫) বন্দর থানার মুরাদপুর পশ্চিমপাড়া এলাকার মোঃ কাউয় মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে ড বুধবার (২৭ আগস্ট) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ৪০(৮)২৫ নং ডাকাতি প্রস্তুতি মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বন্দর থানার চিতাশাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগস্থ বন্দর স্ট্রিল মিলের গেইটের সামনে ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে। ওই সময় গ্রেপ্তারকৃত ৬ ডাকাততের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি ১টব চাইনিজ কুড়াল, ৩টি ছোরা, ১টি চাপাতি ও ১টি ছেন দা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী বলেন, গত রোববার রাত দেড় টার দিকে ডাকাততল দেশীয় অস্ত্র-সস্ত্র সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুরের দেওয়ানবাগ এলাকায় অবস্থিত বন্দর স্টিল মিলে সামনে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সংবাদ পেয়ে টহল ডিউটি পুলিশের তিনটি টিম ঘটনাস্থানে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল পালানোর চেষ্টা করে। ওই সময় এলাকাবাসীর সহায়তায় ৬ ডাকাতকে আটক করতে সক্ষম হই।
গ্রেপ্তারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে।
এ ছাড়াও গত মঙ্গলবার রাতে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আবুল বাসার ওরফে বাদশাকে গ্রেপ্তার করে ওই মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়।