
সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ায় তাওলাত হোসেন নামক এক ব্যবসায়ী উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের মারব্দী গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনা ভুক্তভোগী তাওলাত হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।
সোনারগাঁ থানার দায়ের করা লিখিত অভিযোগের বলে বিবরণীতে বাদি তাওলাত হোসেন হোসেন উল্লেখ করেন,উপজেলা সনমান্দী ইউনিয়নের মারব্দী গ্রামের ব্যবসায়ী তাওলাত হোসেনের কাছে দীর্ঘ দিন ধরে চাঁঁদা দাবি করছেন একই গ্রামের বাবুল মিয়া ও তার সহযোগিরা।
গতকাল শনিবার বিকেলে তাওলাত হোসেনের কাছে বাবুল মিয়া চাঁদা দাবি করলে পরে তাদের মধ্যে কথা কাঁটাকাঁটি হয়।
তাওলাত হোসেন দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে বাবুল মিয়া ও তার ছোট ভাই মুকুল মিয়া দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।এই সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোক চলে আসলে প্রাণনাশকের হুমকি দিয়ে চলে যায়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম খাঁন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।