
বন্দরে কাপড় ব্যবসায়ী বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা লুন্ঠিত মালামাল উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কাপড় ব্যবসায়ী সজিব মাহমুদ বাদী হয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ১০/১২ জনের অজ্ঞাত নামা ডাকাত দলকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ৪১(৯)২৫ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড- ১৮৬০।
এর আগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা হইতে সাড়ে ৮টা মধ্যে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নস্থ হরিবাড়ী এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে।
মামলার বাদী ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার হরিবাড়ী এলাকার মৃত হায়দার আলী সজিব মাহমুদ দীর্ঘ দিন ধরে কাপড়ের ব্যবসা করে আসছিল। গত শনিবার রাত ৮টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে ১০/১২ জনের অজ্ঞাত নামা ডাকাত দল মুখে কালো কাপড় বাধা অবস্থায় কাপড় ব্যবসায়ী বাসার মেইন গেইট এবং ঘরের দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে।
ডাকাত দলের একজন মহিলা সদস্য যিনি প্রথমে কাপড় ব্যবসায়ীর মায়ের চুলের মুঠি ধরে টেনে মেঝেতে ফেলে দেয় এবং অন্যান্য ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ী স্ত্রীকে এলোপাথারী মারধর করে ভয়ভীতি দেখায় এবং চিৎকার চেচামেচী করতে নিষেধ করে।
ডাকাত দলের একজন সদস্য ব্যবসায়ী সজিব মাহামুদের মায়ের হাত পা বেঁধে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে পিটাইয়া গুরুতর মারাত্মক জখম করে। অন্যরা ব্যবসায়ী স্ত্রীর মুখ বাধিয়া ফেলে এবং ব্যবসায়ীর মায়ের গলায় ছুরি ধরিয়া হত্যার হুমকি দিয়ে ব্যবসায়ী স্ত্রীকে লকারের চাবি দিতে বলে।
ওই সময় ব্যবসায়ী স্ত্রী শ্বাশুড়ি জীবন বাচাঁনের জন্য লকারের চাবি দিয়ে দিলে ডাকাতদল লকারের তালা খুলে ০২টি স্বনের চেইন ওজন ১ ভরি ১২ আনা, মূল্য অনুমান-৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার), টাকা, ৬ টি স্বর্নের আংটি ওজন ০২ ভরি মূল্য অনুমান-৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, ০১টি গলার নেকলেছ, ওজন অনুমান ০১ ভরি মূল্য অনুমান ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, ০৩ জোড়া কানের দুল, ওজন ০১ ভরি মূল্য অনুমান-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ১ টি ডায়মন্ড এর নাক ফুল, মূল্য অনুমান ১৫,০০০০/- (পনের হাজার) টাকা, এবং লকারে থাকা নগদ ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা, ০১টি মোটরোলা মোবাইল যাহার সীমনং-০১৯১৪৭৮১৪২২, ০১টি রেডমি মোবাইল যাহার সীম নং-০১৬১৪০৬২৭৫২ মোট ০২ টি এনড্রোয়েট মোবাইল যার মূল্য অনুমান-৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সে সাথে লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।