নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জের অলিতে গলিতে কিশোর গ্যাং, মাদক সেবন : আতঙ্কিত এলাকাবাসী 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৬, ১৪ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জের অলিতে গলিতে কিশোর গ্যাং, মাদক সেবন : আতঙ্কিত এলাকাবাসী 

সিদ্ধিরগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় কিশোর গ্যাং মহড়ায় আতঙ্কিত এলাকাবাসী। নাসিক ১ নং ওয়ার্ড সিআই খোলা ম্যানচেস্টার ইংলিশ মিডিয়াম স্কুলের গলিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাং সদস্যরা মাদক সেবন ও প্রায় সময় মারামারির ঘটনা ঘটাচ্ছে।

কিশোরগ্যাংদের উশৃঙ্খল আচরণে এলাকাবাসী ভিত হয়ে পড়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য ভাবে কিশোর গ্যাং এর সদস্যরা পৃর্ব পাইনাদী সিআই খোলার বিভিন্ন গলিতে মাদক সেবন ও আড্ডাবাজি করছে। এসব গলিতে পুলিশের তৎপরতা চোখে পড়ার মত নয়।

একাধিকবার থানা পুলিশকে কিশোর গ্যাং এর  বিষয়ে অবগত করা হলেও  পুলিশ এখনো পর্যন্ত উল্লেখ যোগ্য কোন ভূমিকা পালন করতে পারেনি। 

এলাকাবাসীর অভিযোগ, নাসিক ১ নং ওয়ার্ড সিআই খোলা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিয়মিত টহল না থাকায় কিশোর গ্যাং বাহিনী দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশের নিয়মিত টহল থাকলে কিশোর গ্যাং বাহিনী এত বেপরোয়া হতো না। এসব কিশোর গ্যাং এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার সাহস পাচ্ছি না। প্রতিবাদ করলে বিভিন্ন হামলার শিকার হতে হচ্ছে। 

নাসিক ১ নং ওয়ার্ড পৃর্ব পাইনাদী সিআই খোলা এলাকার এক ভবন মালিক বলেন, কিশোর গ্যাং সদস্যদের হাতে এক প্রকার আমরা জিম্মি হয়ে আছি। তারা এতটাই বেপরোয়া কিছু বললেই ফোন করে কিশোর গ্যাং সদস্যদের এনে মারধর করা সহ বিভিন্ন হুমকি দিয়ে যায়।

আমাদের ছেলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত। এই এলাকার বেশিরভাগ মানুষ বিভিন্ন জেলার বাসিন্দা। তারা জায়গা কিনে এসব এলাকায় বাড়িঘর করেছে। তাই কেউ কিশোর গ্যাং সদস্যদের ভয়ে কিছু বলার সাহস পায় না।  তাই নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও র‌্যাব ১১ এর হস্তক্ষেপ কামনা করছি। 

উক্ত বিষয়ে সিদ্ধিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর আলম বলেন, পুরা সিদ্ধিরগঞ্জের যেকোনো বিষয় আমার থানা পুলিশকে দেখতে হয়। এলাকার মানুষ যদি সচেতন না হয় তাহলে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, কিশোর গ্যাং নির্মূল করা পুলিশের পক্ষে একা সম্ভব না।

ওসি মোহাম্মদ শাহিনুর আলম আরো বলেন, সিদ্ধিরগঞ্জ থানার পাশাপাশি আপনারা র‌্যাব ও ডিবিকে বিষয়গুলি জানান। পরে কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই পুলিশ কর্মকর্তা। 

উক্ত বিষয় জানতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল মোঃ হাসিনুজ্জামান বলেন, কোন কিশোর গ্যাং সদস্যদের ছাড় দেওয়া হবেনা। উক্ত এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।