
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ‘ডাকাত সর্দার’ সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও র্যাব-৯ এর যৌথ দল।
তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।
এর আগে গত ৫ অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা থেকে সাহেব আলীর স্ত্রী ও ছেলেসহ চার সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব-১১। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, শাবল, এনআইডি কার্ড ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সাহেব আলীর স্ত্রী কল্পনা বেগম (২৯), তার ছেলে সজীব (১৯), সাহেব আলীর শ্যালক শামীম মিয়া (২৬), সহযোগী মৃত বাচ্চু মিয়ার ছেলে হাফিজ শেখ (২৩), আব্দুল মজিদের ছেলে আমিনুল ইসলাম (৩৪) ও মৃত হাশেমের ছেলে মো. আকবর (২০)। এরা প্রত্যেকে সাহেব আলীর অপরাধ জগতের সক্রিয় সহযোগী।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর রাতে ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেপ্তার করতে সিদ্ধিরগঞ্জের চার নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় সাদা পোশাকে অভিযান পরিচালনা করে র্যাবের একটি টিম।
অভিযানে ২০টির বেশি মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় তার সহযোগীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। ওইদিন সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্যসহ চারজন আহত হয়।