নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২০ নভেম্বর ২০২৫

বন্দরে পুলিশের অভিযানে ৩ যুবক আটক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৯, ২০ নভেম্বর ২০২৫

বন্দরে পুলিশের অভিযানে ৩ যুবক আটক

বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা বন্দর উপজেলার পশ্চিম হাজীপুর এলাকার ছাদিক মিয়ার ছেলে কাউসার (২৬)  একই এলাকার রাজিব মিয়ার ছেলে সাব্বির (১৮) ও নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার আলী হোসেন মিয়ার ছেলে হোসাইন (২৪)।

পুলিশ আটককৃতদের বৃহস্পতিবার (২০ নভেম্বর)  দুপুরে বন্দর থানার দায়েরকৃত একটি চুরি মামলায় এদেরকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গত বুধবার (১৯ নভেম্বর)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতরা থানার বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে চুরি ছিনতাই করে আসছিল।

আটককৃত ৩ জনের মধ্যে হোসাইন নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করে। 

সম্পর্কিত বিষয়: