নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জনসভায় মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৩৭, ৪ জানুয়ারি ২০২৪

প্রধানমন্ত্রীর জনসভায় মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে বিশাল শোডাউন

নারায়ণগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাকে সফল করতে নারায়ণগঞ্জ- ৪ ( ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা মো. মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে শোডাউন করে অংশগ্রহণ করেছে। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর দুইটায় ফতুল্লা ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। 

দুপুর বারোটার দিকে পঞ্চবটি ডালডা রোড়ের সামনে থেকে আওয়ামী লীগ নেতা মাসুদ ভূঁইয়ার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজনা বাজিয়ে নৌকা নৌকা নৌকা শ্লোগানে শ্লোগানে জনসভায় অংশগ্রহণ করেন।  

এসময়ে নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনার নৌকা, শামীম ভাইয়ের নৌকা, উন্নয়নের মার্কা নৌকা নৌকা, ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। নেতাকর্মীদের মুখে নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আশপাশ। 

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাকে সফল করতে সকাল থেকেই এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লার সাধারণ জনগণ খন্ড খন্ড মিছিল নিয়ে নৌকা মার্কায় ভোট চাই শ্লোগানে শ্লোগানে পঞ্চবটি ডালডা রোড়ে এসে জড়ো হতে থাকেন।