ছাত্র জনতার গণ অভ্যত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে "শহীদী মার্চ" কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন জেলা শাখা। কেন্দ্রীয় কর্মকান্ড সূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরির চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করেন শতাধিক শিক্ষার্থী।
এ সময় তারা অভিযোগ করেন, ঘটনার এক মাস অতিবাহিত হলেও নারায়ণগঞ্জের প্রশাসন হতাহতদের সুনির্দিষ্টভাবে কোন তালিকা তৈরি করেনি। আহতদের চিকিৎসা বা নিহতদের পরিবারকে কোন ধরণের আর্থিক সহায়তাও দেয়া হয়নি।
এছাড়া দেশের চরম দু:সময়ে যেসব শিক্ষার্থীরা রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে তাদের সনদ দেয়ার ঘোষণা দেয়া হলেও সরকার এখন পর্যন্ত তা বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলো অবিলম্বে বাস্তবায়ন না হলে পুনরায় রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা
বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক ফারহানা মানিক মুনা বলেন, নতুন বাংলাদেশ এখন সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে।
আমরা আশা করি সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হোক। আমরা দেখতে পাচ্ছি দেশ সংস্কারের বিষয়ে নানা ধরণের প্রস্তাব উঠছে। তবে নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিকভাবে হোক আমরা এই প্রত্যাশা করছি।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা নগরির প্রধান সড়কে শোক র্যালি করেন। পরে শহীদ মিনারের বেদিতে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।