নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন : যানবাহন ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৩৮, ১৪ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন : যানবাহন ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের আশেপাশের এলাকায় যানবাহন ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।


 বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৬ অক্টোবর রাত ১২টা থেকে শুরু করে ১৭ অক্টোবর নির্বাচনের দিন রাত ১২টা পর্যন্ত ভোটকেন্দ্রের আশেপাশে মোটরসাইকেল কিংবা অন্য কোনো যানবাহন বা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 


প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর হবে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।