নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

এবারো দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন পলাশ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৪, ১৯ নভেম্বর ২০২৩

এবারো দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন পলাশ

বিগত নির্বাচনগুলোর মতো এবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ।


রোববার (১৯ নভেম্বর)  রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির,বাংলাদেশ আন্তজেলা ইউনিয়ন দক্ষিণবঙ্গের লাইন সম্পাদক আবুল হোসেন,নারায়ণগঞ্জ জেলা ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সেন্টুসহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

২০০৮, ২০১৪  ও ২০১৮ সালের  নির্বাচনেও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন কাউসার আহমেদ পলাশ। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।

প্রসঙ্গত: এই আসনে ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান বিজয়ী হন। ২০০৮ সালে নির্বাচিত হন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সারাহ বেগম কবরী। ২০১৪ ও ২০১৮ সালে পর পর দুবার  সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমান।