দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দলীয় মনোয়ন সংগ্রহ করেছেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ সোবহানী আরাফাত (জি.এম আরাফাত)।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে জি এম আরাফাতের পক্ষে মহানগর আওয়ামীলীগের কার্যকরি সদস্য সাব্বির আহম্মেদ সাগর মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ভিপি জামির হোসেন রনি, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা তাহের উদ্দিন আহম্মেদ সানি, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শফিউল বাশার বাবু, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আল আমিন, রাসেল শিকদার, সাজ্জাদ হোসেন শাহেদ, রাজিব হোসেন, আব্দুল্লাহ অপু, সুমন, রিয়াদ আহম্মেদ, আবু আহম্মেদ, আরমান প্রমুখ।
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের ৫০ জন নেতারা একত্রে যার যার আসনের মনোয়ন সংগ্রহ করেন। এ সময় জি এম আরাফাতের পক্ষে তার সমর্থকরা সংগ্রহ করেছেন বলে জানা গেছে।