নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

কমান্ডার গোপীনাথ দাসের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনে ঐক্য পরিষদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৫১, ১৩ অক্টোবর ২০২১

কমান্ডার গোপীনাথ দাসের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনে ঐক্য পরিষদ

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাসের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।


মঙ্গলবার (১২ অক্টোবর)  সকাল ১১টায় নারায়ণগঞ্জ মহাশ্মশানে এ শ্রদ্ধা জানান তারা। এসময়ে কমান্ডার গোপীনাথ দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করছি বিশেষ প্রার্থনা করা হয়।


এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার দাস, সদস্য সচিব শ্রী রঞ্জিত মন্ডল, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, বন্দরের সাধারণ সম্পাদক সুজন দাস, বন্দর থানা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলসী ঘোষ প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: