নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ জুলাই ২০২৫

ফতুল্লায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৮, ২৬ নভেম্বর ২০২২

ফতুল্লায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ফতুল্লা মডেল থানা পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মধ্য নরসিংপুর ঈদগাহ মাঠের দেলোয়ার হোসেনের পুত্র মো. ওমর ফারুক (৩০), একই এলাকার মো. খোকনের পুত্র হাবিবুর রহমান ওরফে হাবিব (২০) ও মৃত মোহাম্মদ আলীর পুত্র মাহিম (১৮)। শুক্রবার দিবাগত রাত দুইটায় তাদের কে ফতুল্লার নরসিংপুর থেকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক গিয়াস উদ্দিন  শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নরসিংপুর ঈদগাহ মাঠ গলি থেকে পেশাদার তিন ছিনতাইকারী ফারুক, হাবিব ও মাহিমকে  গ্রেপ্তার করে। 


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।