
বন্দরে জোবিঅ-বন্দর কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় বন্দর উপজেলার কুড়িপাড়া ও ফুলহর এলাকায় গড়ে উঠা ৫টি চুন ফ্যাক্টরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
ওই সময় বন্দর উপজেলার মদনপুর কুড়িপাড়া ফুলহর এলাকায় চুন ফ্যাক্টরি (মোট ৫ ভাট্টি বিশিষ্ট) সংযুক্ত লোড আনুমানিক ১০০০০ পভঃ মালামাল অপসারণ করা হয়। অপসারিত মালামাল হলো ২" পাইপ প্রায় ৫০ফিট, ৪" পাইপ প্রায় ০৭ ফিট, ২" ভাল্ব- ২ টি, ২" সার্ভিস টি-২ টি ৫, বার্নার ৩ টি, বেলচা-১৫ টি।
অভিযানে চুন কারখানা মালিককে স্পটে না পাওয়ার কারণে জেল-জরিমানা করা সম্ভব হয়নি। তবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মৌখিক নির্দেশনার প্রেক্ষিতে চুন ফ্যাক্টরির মালিক ও জায়গার মালিকের বিরুদ্ধে আঞ্চলিক লিগ্যাল বিভাগ-নারায়ণগঞ্জ কর্তৃক থানায় ঋওজ এর উদ্দেশ্যে অভিযোগ দায়ের করা হবে ।
অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও চুন ভিজিয়ে নষ্ট করা হয়েছে।
মদনপুর থেকে আকিজ সিমেন্ট গামী ৮" ১৪০ পিএসআই বিতরণ লাইন হতে অবৈধ ভাবে স্থাপিত ২টি লাইন সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।