নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫

মাসদাইরের জলাবদ্ধতা নিরসনের আহবান ইসলামী আন্দোলনের 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৯, ২৪ জুলাই ২০২৫

মাসদাইরের জলাবদ্ধতা নিরসনের আহবান ইসলামী আন্দোলনের 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে নাসিক ১৩ নং ওয়ার্ড এর মাসদাইর বাজার এলাকা পরিদর্শন করেছেন। 

এ সময় নেতৃবৃন্দ  জলাবদ্ধতার কারণে সৃষ্ট সমস্যা সম্পর্কে স্থানীয়দের সাথে আলাপ-আলোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উক্ত জলাবদ্ধতা সমাধানের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩ নং ওয়ার্ডের সভাপতি মাহবুব ও সেক্রেটারি ইমদাদ হোসাইন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, অত্র এলাকায় জলাবদ্ধতার কারণে নোংরা পানিতে মশার উপদ্রব সহ বিভিন্ন রোগ ব্যাধি ছড়াচ্ছে। কাজেই এই অবস্থা আসু সমাধানের জন্য জরুরি ব্যবস্থা নিন।