
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে নাসিক ১৩ নং ওয়ার্ড এর মাসদাইর বাজার এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় নেতৃবৃন্দ জলাবদ্ধতার কারণে সৃষ্ট সমস্যা সম্পর্কে স্থানীয়দের সাথে আলাপ-আলোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উক্ত জলাবদ্ধতা সমাধানের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩ নং ওয়ার্ডের সভাপতি মাহবুব ও সেক্রেটারি ইমদাদ হোসাইন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, অত্র এলাকায় জলাবদ্ধতার কারণে নোংরা পানিতে মশার উপদ্রব সহ বিভিন্ন রোগ ব্যাধি ছড়াচ্ছে। কাজেই এই অবস্থা আসু সমাধানের জন্য জরুরি ব্যবস্থা নিন।