নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বন্দরে বিদুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:২৪, ১৩ জুলাই ২০২১

বন্দরে বিদুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে মাশারফ হোসেন (৪৬) নামে এক র্নিমান শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) বেলা ১২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকায় তার মামা ফরিদ সরদারের বাড়ীতে এ দূর্ঘটনাটি ঘটে।

 

নিহত মোশারফ হোসেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে, ফরিদ সরদারের ভাগিনা ও ২ সন্তানের জনক। 


দূর্ঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতের স্বজনরা বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে বন্দর থানা অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা বরবার লিখিত আবেদন করেছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। 


নিহত নির্মান শ্রমিকের স্ত্রী জানান, আমার দুইটি কন্যা সন্তান রয়েছে। গত ৩ বছর পূর্বে আমার স্বামী মোশারফ হোসেন প্রবাস থেকে দেশে ফিরে। দেশে ফিরেই তিনি বিভিন্ন স্থানে কনন্সট্রাকশন কাজ করে আসছে।

 

এর ধারাবাহিকতায় সোমবার সকালে আমার স্বামী মোশারফ হোসেন কল্যান্দী এলাকায় তারই মামা ফরিদ সরদারের বাড়ীতে কনন্সট্রাকশনের কাজ যায়। পরে দুপুর ১২টায় দিকে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।