
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদের দুই মেয়ে নূবাইসা ও নূসাইবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানেও অবস্থা গুরুতর হলে মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দুই মেয়ের দ্রুত সুস্থতার জন্য রাফি উদ্দিন রিয়াদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। নূবাইসা ও নূসাইবা নারায়ণগঞ্জ বেইলী স্কুলের ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী।
জানা যায়, স্কুল শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে অটোরিকশাটিকে প্রাইভেট কারে ধাক্কা দিলে উল্টিয়ে পড়ে গুরুতর আহত হন নূবাইসা ও নূসাইবা ।
দুর্ঘটনায় নূবাইসা ডান হাতের এক আঙ্গুল বিচ্ছিন্ন ও পায়ে গুরুতর আঘাত পায়। এছাড়া নূসাইবা মুখ ও পায়েও আঘাত পেয়েছেন।