নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ জানুয়ারি ২০২৬

বন্দরে পুরোহিতকে মারধর, হত্যার হুমকি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫০, ১৪ জুলাই ২০২৪

বন্দরে পুরোহিতকে মারধর, হত্যার হুমকি

বন্দরের আমিন আবাসিক এলাকায় গোপীনাথ মন্দিরে সঞ্জিত সাহা(৩০) নামে এক পুরোহিতকে গীতা পাঠে বাধাসহ তাকে হত্যার হুমকি দিয়েছে গোপাল, মেঘা, গোপী ও রতন গং। জীবনের নিরাপত্তা চেয়ে ১৩ জুলাই রাতেই ভুক্তভোগী ওই পুরোহিত বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়,আমিন আবাসিক এলাকার সুরেশ সাহার পুত্র সঞ্জিত সাহা তার ধর্মের প্রচারের স্বার্থে মন্দিরের ভক্তবৃন্দদের অংশগ্রহণে দীর্ঘ দিন ধরে গীতা পাঠ করে আসছিলেন। এরই মধ্যে গত ১২ জুলাই সন্ধা ৬টায় আকস্মিকভাবে ওই এলাকার মৃত চন্দা দাসের ছেলে গোপাল ওরফে চিকা গোপাল, একই এলাকার মেঘা দত্ত, গোপী ও রতনসহ ১০/১২জনের একটি সংঘবদ্ধ দল তাকে গীতা পাঠে বাধা দেয়। 

এতে সঞ্জিত আপত্তি করলে উল্লেখিতরা তাকে বেদম মারধর করে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং ফের মন্দিরে গীতা পাঠ করা হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।