নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ জুলাই ২০২৫

ফতুল্লায় আওয়ামীলীগ নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০০, ১৮ জুলাই ২০২৫

ফতুল্লায় আওয়ামীলীগ নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী কে  গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কাশিপুর দক্ষিণ গোয়ালবন্দের মৃত নুর মোহাম্মদ নুরার পুত্র মোঃ ছানাউল্লাহ এবং ফতুল্লা থানার পূর্ব সস্তাপুরের লোকমান গাজীর পুত্র নাছির গাজী(৩৫)। গ্রেফতারকৃত নাছির গাজী  নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি টিপু সুলতানের অনুসারী ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে কাশিপুর থেকে আওয়ামীলীগ নেতা ছানাউল্লাহ ও সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নাছির কে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদেরকে বৈষম্য বিরোধী মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।