নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৮ জুলাই ২০২৫

র‌্যাবের পোশাকে রূপগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর মালামালসহ নগদ টাকা লুট

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৯, ২৭ জুলাই ২০২৫

র‌্যাবের পোশাকে রূপগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর মালামালসহ নগদ টাকা লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জর মুড়াপাড়া বাজারের জুয়েলারী ব্যবসায়ী সৈকত বিশ্বাসের নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

শনিবার রাতে ঢাকার তাঁতীবাজার থেকে লেগুনা করে বাড়ি ফিরে আসার পথে যাত্রাবাড়ি-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায়  দুর্বৃত্তদের কবলে পড়েন সৈকত বিশ্বাস। 

ব্যবসায়ী সৈকত বিশ্বাস জানান, শনিবার ২৬ জুলাই রাতে ব্যবসায়ীক কাজের জন্য ঢাকার তাঁতী বাজার যান তিনি।

সেখানে পুরনো স্বর্ণ বিক্রি, ক্রয়কৃত ও হলমার্ক করা স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ি-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসে র‌্যাবের পোশাক পরিহিত ৭/৮জন লোক তাদের বহনকারী লেগুনা গাড়ির গতিরোধ করে।

পরে তাকে মারধর করে জোরপূর্বক লেগুনা থেকে নামিয়ে দুর্বৃত্তদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তার কাছে থাকা স্বর্ণ বিক্রির নগদ ১লাখ ৭হাজার টাকা, ১ জোড়া রুপার পায়েল, স্বর্ণের দুইটি চেইন ও সাত ভরি স্বর্ণালংকারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়।

পরে মতিঝিল দিলকুশা এলাকায় তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্বজনরা যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে উদ্ধার করে। 

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) খালেদ হাসান বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারে ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার  জানান, র‌্যাবের পোশাক পরিহিত লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।