নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫

বন্দরে ছাত্রলীগ নেতা উজ্জল গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৯, ২৪ আগস্ট ২০২৫

বন্দরে ছাত্রলীগ নেতা উজ্জল গ্রেপ্তার  

বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা উজ্জল বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার শরিফ মিয়ার ছেলে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে বন্দর থানার নবীগঞ্জ ঘাট থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতকে সোমবার (২৫ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৫ নং মামলা আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানিয়েছে।

মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,গত ৫ আগস্ট ২০২৪ ইং সকাল ১১টায় বন্দর থানার একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে ধৃত মহানগর ছাত্রলীগ নেতা উজ্জলসহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির  দোসররা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা উজ্জল থানা হাজতে আটক আছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হবে।