
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তার গাড়িকে পেছন থেকে একটি রেন্ট-এ-কারের গাড়ি সজোরে ধাক্কা দেয়। তবে এ ঘটনায় তিনি গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছেন। ফারুক এই দুর্ঘটনাকে সন্দেহজনক ও পরিকল্পিত বলে আখ্যা দিয়ে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
ঘটনার পর জয়নাল আবদিন ফারুক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লেখেন, আল্লাহর অশেষ রহমতে আমি সম্পূর্ণ সুস্থ আছি।
পরবর্তীতে সাংবাদিকদের তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে আমার গাড়িকে পেছন থেকে একটি রেন্ট-এ-কারের গাড়ি ধাক্কা দেয়। এতে আমার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও আমি এবং আমার সঙ্গে থাকা অন্যরা অক্ষত আছি। তবে তিনি ঘটনাটিকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। তিনি বলেন, এটি একটি সন্দেহজনক ও পরিকল্পিত ঘটনা। আমি এর সুুষ্ঠু তদন্ত দাবি করছি।
এদিকে, ফারুকের সহকর্মী জানিয়েছেন, পেছন থেকে সজোরে ধাক্কা লাগার কারণে তিনি সামান্য আঘাত পেয়েছেন, তবে তা গুরুতর নয়। গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু সেখানে কোনো দুর্ঘটনা কবলিত গাড়ি বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।