নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২১, ৩০ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার পৌর ভবনাথপুর এলাকায় শুক্রবার দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। চিরায়ত গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ ও লালন করতে এ পিঠাপুলির আয়োজন করা হয়।

সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজের উদ্যােগে ও অগ্নিবীণা কিন্ডার গার্ডেন স্কুলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এ পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।

সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অ্যাড. মাসুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেজর (অবঃ) নাসির উদ্দিন, সোনালী ব্যাংকের এজিএম মোঃ মতিউর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দপ্তর সম্পাদক ডঃ আজগর আলী, দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার (সোনারগাঁ) আল আমিন তুষার, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান, ঈশাখাঁ একাদশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব, ব্যবসায়ী সেলিম হোসেন, শিক্ষক ও সাংবাদিক মশিউর, রহমান সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, মাহবুবুল ইসলাম সুমন, সোনারগাঁও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আহাম্মেদ হোসেন, অগ্নিবীনা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা সালেহা আক্তার প্রমূখ।

সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ও অগ্নিবীনা কিন্ডারগার্টেনের কর্মকর্তারা জানান, পিঠা উৎসব হচ্ছে বাঙালি সংস্কৃতির এক অনন্য  ঐতিহ্যবাহী শীতকালীন উৎসব। ঐতিহ্যকে ধারণ, লালন ও ভবিষ্যৎ প্রজন্মকে হরেক রকম পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

প্রতি বছর এমন উৎসবের আয়োজন করা হবে জানিয়ে তারা বলেন, এবারের উৎসবে ভাপা, চিতই, পুলি, পাটিসাপটাসহ ৪৮ রকমের পিঠা প্রদর্শণ, বিক্রি ও বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পিঠা উৎসবে বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: