নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬

ডিসি-এসপির সাথে ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের মতবিনিময়

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৫৯, ৭ জুলাই ২০২৫

ডিসি-এসপির সাথে ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের মতবিনিময়

ডিসি-এসপির সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির, নগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, অর্থ সম্পাদক ইসমাইল,  বিএনপি নারায়ণগঞ্জ জেলার আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি আ. জব্বার, খেলাফত মজলিশ  নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ প্রমুখ নেতৃবৃন্দ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন।

বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ চলমান পরিস্থিতি নিয়ে এসপি ও ডিসি মহোদয়ের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাছাড়া সামনের নির্বাচনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সভ্য ও কল্যাণমুখী রাজনীতি চর্চা করি। সাদাকে সাদা এবং কালোকে কালো-ই যেন বলি। মিথ্যা ও অপবাদ দেয়া থেকে বিরত থাকার চেষ্টা করি।

তিনি আরো বলেন, আমরা সকলে মিলেমিশে যদি একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে বদ্ধপরিকর থাকি তাহলে কোন স্বৈরাচার ও ফ্যাসিবাদ তৈরি হওয়ার সুয়োগ পাবে না।