
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাসেমী সমর্থক পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার পশ্চিম দেওভোগ মাদ্রাসা বাজার এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মনির হোসেন কাসেমী বলেন, গত ১৫ বছর বাংলাদেশে নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। প্রহসনের নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। আমরা অপেক্ষা করছি আগামী নির্বাচনের জন্য কিন্তু এ নির্বাচন এতো সহজ হবেনা।
এই নির্বাচনকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা চলছে। বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।
কাসেমী আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে ইনশাল্লাহ, ষড়যন্ত্রকারীদের নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তারা নির্বাচনকে বিলম্বিত করে পুনরায় আওয়ামীলীগকে পুনর্বাসিত করার জন্য আইনের ফাঁকফোকর খুঁজছে। কোনো ভাবেই আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবেনা। তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে।
এছাড়াও তিনি বলেন, স্বাধীনতা পেয়েছিলাম সেই ১৯৭১ সালে, সেই হিসেবে ৫৫ বছর স্বাধীনতার। এই ৫৫ বছরে আলেম উলামারা কোনো বাকস্বাধীনতা পায়নি। আমাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে এই এলাকায় যে উন্নয়ন ব্যাহত হয়েছে, আমরা ওয়াদা করছি তা পুনরায় ঠিক করার চেষ্টা করবো।
এই এলাকায় কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবেনা, খারাপ মানুষের দিন শেষ, সামনে ভালো মানুষের দিন আসছে। আমরা ক্ষমতায় আসলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত ও মাদক মুক্ত একটি সমাজ গড়ে তুলবো।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিন ফারুকী, অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা কমিটির সভাপতি মোফাজ্জল ইবনে মাহফুজ ও মোঃ মোশারফ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।