নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

শামীম ওসমানের শ্বশুরের মৃত্যুতে কাউন্সিলর ইস্রাফিলের শোক 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৫৬, ১১ অক্টোবর ২০২১

শামীম ওসমানের শ্বশুরের মৃত্যুতে কাউন্সিলর ইস্রাফিলের শোক 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের শ্বশুর, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও সদ্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক তানভীর আহাম্মেদ টিটুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী সাইফুদ্দিন আহাম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর ইস্রফিল প্রধান। এক শোক বার্তায় ইস্রফিল প্রধান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 


উল্লেখ্য, শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃতুকালে হাজী সাইফুদ্দিন আহাম্মেদের বয়স হয়ে ছিলো ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জানাজা সম্পন্ন করে, বন্দর লক্ষণখোলায় দ্বিতীয় জানাজা সম্পন্ন করে, পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।