
নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত যুবদল কর্মী মো.শাওন প্রধানের গায়েবানা জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলার মাইজদী শহরস্থ নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু নাছের,নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা কৃষক দলের সভাপতি ফজলে এলাহী পলাশ, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রহিম রিজবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নিহত শাওন প্রধানের মরদেহ পুলিশি পাহারায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ফতুল্লার বক্তাবলী নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে নবীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।