নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

বন্দরে ডাকাত আখ্যা দিয়ে অটোগাড়ী ছিনতাইয়ের চেষ্টা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১১, ২২ জুলাই ২০২৩

বন্দরে ডাকাত আখ্যা দিয়ে অটোগাড়ী ছিনতাইয়ের চেষ্টা  

বন্দরে ডাকাত আখ্যা দিয়ে অটো চালককে বেদম ভাবে পিটিয়ে ইজিবাইক ছিনতাইয়ের ব্যার্থ চেষ্টা চালিয়েছে অজ্ঞাত নামা ৩/৪ জন ছিনতাইকারি।

এ ঘটনায় আহত অটো চালক রেজাউল করিম রিফাত প্রাথমিক চিকিৎসা গ্রহন করে শনিবার (২২ জুলাই) দুপুরে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এর আগে গত শুক্রবার (২১ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত অটো চালক রেজাউল করিম রিফাত বন্দর থানার ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার আহাম্মদ হোসেন খোকন মিয়ার ছেলে।

এ ব্যাপারে আহত ভূক্তভোগী চালক রেজাউল করিম রিফাত গনমাধ্যমকে জানান, গত শুক্রবার রাতে যাত্রী নিয়ে আমি সাবদী এলাকায় আসি।

পরে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে সেলসারদী এলাকায় আসলে ওই সময় উৎপেতে থাকা ৩/৪ জন ছিনতাইকারি ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার অটোগাড়ীটিকে থামানোর চেষ্টা করে।

পরে ছিনতাইকারিরা আমাকে ডাকাত আখ্যা দিয়ে আমাকে বেদম ভাবে পিটিয়ে আহত করে অটোগাড়ীটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

 

পরে আমি চিৎকার করলে ওই সময় আশের পাশের লোজন দ্রুত ঘর থেকে বের হয়ে আসছে ওই সময় ছিনতাইকারিরা জনতার উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।