
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিপিডিসির নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া ৬৫ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম, একটি ট্রাক ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী র্যাব-১১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। এরআগে সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতভর নারায়ণগঞ্জের ফতুল্লার সামাদ নগর ও রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৯ জনের মধ্যে মো. লিটন (৩৭), মো. রফিকুল (২৮), মো. সাইদুল (৩১), মো. আরিফ (২৬), মো. সাগর মুন্সী (৩৮), মো. আক্তার (৪৪) ও মো. রোমানকে (৩২) নারায়ণগঞ্জের ফতুল্লার সামাদ নগর থেকে এবং মো. রিয়াজ (৩৮) ও মো. শহিদুলকে (৪০) রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার পিলকুনি এলাকায় ডিপিডিসির নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রে ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা নিরাপত্তা প্রহরী ও নির্মাণ শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে মারধর করে।
পরে বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণের জন্য রক্ষি রক্ষিত বৈদ্যুতিক তার, রিং, কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশসহ ৬৫ লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশ ট্রাকে তুলে লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হলে র্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালপত্র ও ডাকাত দলের সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ অধিনায়ক আরও জানান, গ্রেপ্তার আসামি মো. লিটনের নামে ডিএমপি ঢাকাসহ বিভিন্ন থানায় ৫টি ডাকাতি, ২টি অস্ত্র, ১টি মাদক মামলাসহ মোট ৯ টি মামলা, আসামি মো. রোমানের নামে বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা এবং আসামি সাগর মুন্সির নামে ১টি মামলা রয়েছে।
এ ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।