নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫

বন্দরে আ’লীগ নেতা লিটন মেম্বার গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে আ’লীগ নেতা লিটন মেম্বার গ্রেপ্তার  

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে  বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে বন্দর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা লিটন(৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার লিটন বন্দর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিবিজোড়া এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে বৈষম্য বিরোধী ১১(৯)২৪নং মামলায় আদালতে প্রেরন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার  (২৫সেপ্টম্বর) রাতে  বন্দর ইউনিয়ন ৫নং ওয়ার্ডস্থ শাহসাহেবের মোড় এলাকায়  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ'লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার সন্দেহে বন্দর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আ'লীগ নেতা লিটনের সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।