সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোরগ্যাং এর মতো ভয়ংকর অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশে থেকে ঐক্যবদ্ধভাবে সকল প্রকার সহযোগীতা করতে চান ৪ নং ওয়ার্ডবাসী।
বুধবার বিকাল ৫ টায় আঁটি ওয়াবদা কলোনী বউবাজার এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় এলাকাবাসী এ মত প্রকাশ করেন।
সভায় এলাকাবাসী বলেন, ৫ ই আগস্ট এর পর থেকে ৪ নং ওয়ার্ডের এই এলাকায় সকল নৈরাজ্য দমনে ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইদানিং চিহ্নিত সন্ত্রাসী সাহেব আলী ও তার সহযোগীরা সন্ত্রাস মাদক চাঁদাবাজি, চুরি, ডাকাতি ছিনতাই সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে ।
তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে যৌথ বাহিনী সন্ত্রাস নির্মূলে তৎপর রয়েছে। এলাকার মুরুব্বীরা বলেন, সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তার করা হলে প্রশাসনের উপর অতর্কিত হামলা চালানো হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই ও দুঃখ প্রকাশ করছি।
আমরা এলাকাবাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাংদের কে গ্রেপ্তার করার জন্য সহযোগিতা করব। আমাদের পরিবারের কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকলে তাকেও পুলিশকে ধরিয়ে দিব। এলাকার সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সচেতন ঐক্যবদ্ধ থাকিব।
সভায় উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক, ৪ নং ওয়ার্ড বিএনপি, মোঃ আব্দুল করিম, ভারপ্রাপ্ত সভাপতি, নারায়ণগঞ্জ জেলা তরুণ দল, আবুল কাশেম ৪ নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা প্রজনন দল নেতা, আমির হোসেন ৪ নং ওয়ার্ড কৃষক দল নেতা, আলাউদ্দিন,৪ নং ওয়ার্ড বিএনপি নেতা। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাপ হোসেন, সমাজ সেবক সিরাজুল ইসলাম, সমাজ সেবক ও ব্যবসায়ী আব্দুল মান্নান, ওয়াবদা কলোনি জামে মসজিদের ইমাম হাফেজ আবুল হোসেন, সমাজ সেবক আব্দুল মতিন,লালু, ফয়েজ সহ এলাকার গণ্যমান্য মুরুব্বী ও সর্বস্তরের জনগণ।


































