নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট বিক্রির অভিযোগ

সিদ্ধিরগঞ্জে রয়েল টোব্যাকোতে অভিযান : জরিমানা ২ লাখ, কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৩১, ২৮ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে রয়েল টোব্যাকোতে অভিযান : জরিমানা ২ লাখ, কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল বাজার এলাকায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট বিক্রির অভিযোগে রয়েল টোব্যাকো কোম্পানির মালিককে এক মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

র‌্যাব-১১, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, নরসিংদীর যৌথভাবে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়। সোমবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার এএসপি মো. আল মাসুদ খান। 

তিনি জানান, রয়েল টোব্যাকো কোম্পানি অবৈধভাবে সিগারেট বিক্রির ক্ষেত্রে পুরোনো ট্যাক্স লেভেল ব্যবহার করে আসছিল। পূর্বে ব্যবহৃত সিগারেট প্যাকেট থেকে লেভেল তুলে নতুন প্যাকেটে লাগিয়ে বাজারজাত করা হচ্ছিল সেগুলো। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ কয়েকদিন ধরে কারখানাটির ওপর নজরদারি চালায়। পরবর্তীতে প্রমাণ মেলে যে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে পুরোনো ট্যাক্স স্ট্যাম্প ব্যবহার করে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা ঘটনাস্থলেই প্রতিষ্ঠানটির মালিক মো. মহারাজ হোসেন (৫২), বাবা মৃত মকবুল আলী হাওলাদার, সাং—গোদনাইল, সিদ্ধিরগঞ্জকে ২ লাখ টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরো জানান, এমন অনিয়মে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নজরদারি জোরদার করা হয়েছে।