বন্দরে ডাকাতির প্রস্তুতি ঘটনায় জড়িত থাকার অভিযোগ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে সজিব হোসেন (৩২) ও একই এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে সাকিব (২৮)।
ধৃতদের সোমবার (৩ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৪০(৮)২৫ নং ডাকাতি প্রস্তুতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত রোববার (২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার সোনাচরা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার দেওয়ানবাগস্থ বন্দর স্ট্রিল মিলের গেইটের সামনে রাস্তার উপরে ওই ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, গত রোববার (২৪ আগস্ট) রাত দেড় টার দিকে একদল ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্র সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুরাদপুরের দেওয়ানবাগ এলাকায় অবস্থিত বন্দর স্টিল মিলে সামনে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
ওই সময় খবর পেয়ে বন্দর থানার টহল ডিউটি পুলিশের তিনটি টিম ঘটনাস্থানে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল পালানোর চেষ্টা করে। তারা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল।
পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বন্দরসহ দেশের বিভিন্নস্থানে ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


































