নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫

ঐতিহাসিক ৬দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আ`লীগের শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৩, ৭ জুন ২০২৪

ঐতিহাসিক ৬দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আ`লীগের শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে করে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

শুক্রবার  (৭ জুন) সকালে দুই নং রেল গেইটস্থ সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা ও মহনগর আওয়ামী লীগের  লীগের কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। 

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহীদ বাদল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, যারা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাবেক সহ-সভাপতি খবির উদ্দিন, আরজু রহমান ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শামসুল ইসলাম ভাসানী, শহীদুল্লাহ, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ।