নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫

মন্ডলপাড়ায় নাসির শেখ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:২৯, ৭ জুলাই ২০২৫

মন্ডলপাড়ায় নাসির শেখ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার নাসির শেখ হত্যা মামলার অন্যতম আসামি মো. শাহ আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১ এর সিপিসি-১’র কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

এরআগে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শাহ আলম (৩৮) শহরের জিমখানা এলাকার আলী হোসেনের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।

জানা যায়, ভিকটিম নাসির শেখ নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন ফরাজিকান্দা রাসেলের বাড়ির ভাড়াটিয়া। বিবাদীদের সঙ্গে ব্যক্তিগত বিবাদের জেরে গত ২৫ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন মণ্ডলপাড়া ব্রিজ সংলগ্ন ‘মা’ হোটেলের সামনে বিবাদীরা নাসির শেখকে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। 

পরবর্তীতে ঘটনাস্থলের লোকজন ভিকটিমকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাসির শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিম এর বড় ভাই বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।