নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ অক্টোবর ২০২৫

শহরের বাবুরাইল থেকে আগ্নেয়াস্ত্র ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৫, ৫ অক্টোবর ২০২৫

শহরের বাবুরাইল থেকে আগ্নেয়াস্ত্র ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি ও দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন বর‌্যটালিয়ন (র‌্যাব)।

নারায়ণগঞ্জ শহরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি ও দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাব। 
শনিবার (৪ অক্টোবর) দিনগত রাতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। এ সময় সেখানে স্থানীয় লোকজন জড়ো হন এবং আতংক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর ব্যাটালিয়ানের সিপিসি-১ কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান।

তিনি বলেন, ‘রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর বাবুবারইল শেষ মাথা এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় স্থানীয় একটি বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ, কালো রঙের স্কচটেপ মোড়ানো ককটেল বা বোমাসদৃশ দুটি বস্তু আমরা উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘বোমাসদৃশ বস্তু দুটি পরীক্ষার জন্য র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। 

এ ছাড়া এই অস্ত্রগুলো কারা এখানে ফেলে রেখে গেছে সে বিষয়ে অনুসন্ধানসহ র‌্যাবের একাধিক টিমের অভিযান চলছে।’
 

সম্পর্কিত বিষয়: