নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁ প্রেস ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৮, ৫ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁ প্রেস ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রেস ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সোনারগাঁ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সাবেক যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ রিপন, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন, নির্বাহী সদস্য মনির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীন শিক্ষক আব্দুস সালাম, সাংবাদিক আনিছুর রহমান, মাহাবুব রহমান, হুমায়ন কবির, সেলিম রেজা, গিয়াম কামাল, মো. সালাউদ্দিন, আনিছুর রহমান সজিব, নজরুল ইসলাম সবুজ, কামরুল ইসলাম পাপ্পু, সুমন আল হাসান, রুবেল মিয়া, ইমরান হোসেন প্রমুখ।

পরে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রেস ক্লাবের ৩৮ বছর পূর্তি অনুষ্ঠানটি শেষ হয়।