ফতুল্লা নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্টে আবু হানিফ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে ফতুল্লার আল আমিন বাগ এলাকায় এঘটনা ঘটে। নিহত আবু হানিফ একই এলাকার মৃত. লতিফ বেপারীর ছেলে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আবু হানিফ নিজ বাসার ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন প্রথমে তাকে পরিবারের লোকজন শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়।
এরপর আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


































