নারায়াণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করে মাসদাইর এলাকা থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় দেশীয় অস্ত্র-সস্ত্র সহ মাদক উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গলাচিপা কলেজ রোড এলাকার মোঃ আলী আহম্মদ অভি (২৮) ও মোঃ আদর আহাম্মেদ (২৫), এবং মাসদাইর বাজার এলাকার মোঃ আল আমিন (২৫) ও মাসদাইর বাজার চশমার বাড়ির ভাড়াটিয়া এমদাদুল হক (২৬)।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র হচ্ছে, ৩টি দেশীয় তৈরী চাপাতি, ৩টি চাকু। উদ্ধারকৃত মাদকের মধ্যে ১১৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা।


































