নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩১ জানুয়ারি ২০২৬

কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৩, ৩ অক্টোবর ২০২৪

কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিদ্ধিরগঞ্জে  গ্রেপ্তার 

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ (৩৫) কে সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) মিজমিজি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নবী হোসেনের ছেলে।  র‌্যাব ১১’ র এএসপি সদন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  

র‌্যাব জানায়, গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে বন্দীরা বিদ্রোহ করে কয়েকজন পালিয়ে যান। তাঁদের মধ্যে ছিলেন ফিরোজ। তিনি ২০০৬ সালে সালেহা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেন। 

এই ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফিরোজ। ২০১৪ সালে আদালত তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। 

২০২৩ সালে র‌্যাব ১১’র একটি দল ফিরোজকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। পালিয়ে আসা ফিরোজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।