
বন্দরে তারাবীহ নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ফারহান হোসেন আবির(১৫) নামের এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাং সদস্যরা।
বুধবার রাতে বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত শিক্ষার্থীর দাদা মোঃ সফিউদ্দিন আহম্মদ বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় এ মামলা করেন।
মোঃ সফিউদ্দিন আহম্মদ জানান, বুধবার রাতে নাতি ফারহান হোসেন আবির তারাবীহ নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল।
পথে পূর্ব শত্রুতার জের ধরে বন্দরে ফরাজিকান্দা এলাকার মাহবুব(১৮), সৌরভ(১৯) হোসেন(২০) সাগর(১৯) সাকিব (১৮) ও আবিরসহ(২০) কিশোর গ্যাং সদস্যরা লোহার রড , লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আবিরের ওপর হামলা চালঅয়। এ সময় তারা আবিরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।