নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম  

বন্দরে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শাহ আলম ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। গত শনিবার (৬ সেপ্টম্বর)  সন্ধ্যায় বন্দর উপজেলার  মদনপুর ইউনিয়নের  লাউসার এলাকায়  এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যবসায়ী আব্দুল বাতেন মিয়ার স্ত্রী আছমা বেগম বাদী হয়ে শাহ আলম তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার (কেওঢালা) এলাকার ব্যবসায়ী আব্দুল বাতেন মিয়ার  পৈত্রিক ১৮ শতাংশ জমিতে পাকা দেওয়াল  নির্মান কাজ চলছিল।

গত ৬ সেপ্টম্বর সন্ধ্যায় একই এলাকার শাহআলম, হৃদয় ও হামিদের নেতৃত্বে  অজ্ঞাতনামা ২/৩ জনের একটি সন্ত্রাসী দল লাঠিসোটা ও  ধারালো দা - ছুরি নিয়ে  উল্লেখিত ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।

ওই সময় ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করলে উল্লেখিত চাঁদাবাজরা   ব্যবসায়ীকে হত্যান উদ্দেশ্য  দা দিয়ে  ঘাড়ে আঘাত করে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে  বন্দর উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, শাহআলম, নারায়ণগঞ্জ জেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ভিপি বাদলের অনুসারী হিসেবে এলাকায় বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর শাহ আলম ও তার দলবল নিয়ে আত্মগোপন করে। পরে গত কয়েক মাস যাবত এলাকায় ফিরে আবারও বেপরোয়া হয়ে উঠে।

অভিযোগ তদন্তকারি অফিসার এসআই সিয়াম বলেন, অভিযোগে ১০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা উল্লেখ করা হয়েছে।  বিষয়টি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই  বলা যাচ্ছে না।