নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক কারবারি ছাত্র হত্যা মামলার আসামি বাবুল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৩৫, ১২ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জের শীর্ষ মাদক কারবারি ছাত্র হত্যা মামলার আসামি বাবুল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী একাধিক ছাত্র হত্যা মামলার আসামি, শীর্ষ মাদক ব্যবসায়ী যুবলীগ ক্যাডার ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর বহু অপকর্মের হোতা বাবুলকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

তার বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একাধিক হত্যাচেষ্টার মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বুধবার (১২ নভেম্বর) দুপুরে নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। 

স্থানীয়রা জানান, বাবুল নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী। সে এলাকায় যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত।আওয়ামীলীগ সরকারের অবৈধ নির্বাচনেরও শামীম ওসমানের পক্ষে মিছিল মিটিং সমাবেশ করেছে বাবুল। 

জুলাই আন্দোলনে সিরাজ মন্ডলের নেতৃত্বে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে অংশ নেন ছাত্র জনতার ওপর হামলায়। তার বিরুদ্ধে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করে  মাজারের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানায় স্থানীয়রা।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দায়েরকৃত মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।