নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫১, ৭ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

ফতুল্লায় পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ছোরা, সুইচ গিয়ার ও মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

জানাগেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার চাষাড়া রেললাইনের পাশে ফরিদা ক্লিনিকের পেছনে নাসিরের বাড়ির একটি ঘরে সাগর নামে এক যুবককে অজ্ঞাতনামা কয়েকজন আটক করে রেখেছে।  

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি দেশিয় তৈরি পিস্তল, ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করেন। এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি, তদন্ত অব্যাহত রয়েছে। 

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভসহ ১০ থেকে ১২ জন ওই বাড়িতে এসে ঘর ভাঙচুর করে এবং সেখানে থাকা লোকজনকে মারধর করে বের করে দেয়।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে, শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজ্জাকের ঘর থেকে দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার, চারটি ছোরা, একটি দা এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় রাজ্জাকের বিরুদ্ধে একটি অস্ত্র ও তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। 
তিনি আরও জানান, রাজ্জাকের বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।