নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ জুলাই ২০২৪

মন্ত্রী এমপিরা কোটি কোটি টাকা লুটপাট করে পাচার করছে : খোকন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৩, ১০ ফেব্রুয়ারি ২০২৪

মন্ত্রী এমপিরা কোটি কোটি টাকা লুটপাট করে পাচার করছে : খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশী কোনো বিনিয়োগ আসছে না, দেশীয় শিল্প কারখানাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে।

লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাচ্ছে। দেশ থেকে টাকা পাচার হচ্ছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। দেশের অর্থনীতি আজ ধ্বংসের পথে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আওতাধীন সদর থানা বিএনপির উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার ( ১০ ফেব্রুয়ারি ) বাদ আসর শহরের নগরখানপুরস্থ বরফকলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ব্যারিস্টার খোকন বলেন, গত সাত জানুয়ারি একটা প্রহসনের নির্বাচন হয়ে গেলো। এদিন দেশের মানুষ এই অবৈধ নির্বাচনে ভোট দিতে যায়নি, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোটকেন্দ্রে যায়নি।

দলমত নির্বিশেষে দেশের সাধারণ মানুষ শেখ হাসিনার অধীনে নির্বাচনকে বয়কট রয়েছে আর এখানেই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফলতা। 

তাদের ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ এই অবৈধ সরকারকে বর্জন করেছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক জাহিদ হাসান। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, বিএনপি নেতা  শেখ সেলিম আহমেদ, আলমগীর খান চঞ্চল, রোমান , কাজী নাঈম, মাহবুবুর রহমান, বিল্লাল হোসেন, ওলি আহমেদসহ সদর থানা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: