নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬

কোরবানির মাধ্যমে আমরা যেনো ভেতরের পশুত্বকে কোরবানি দিতে পারি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৬, ১৭ জুন ২০২৪

কোরবানির মাধ্যমে আমরা যেনো ভেতরের পশুত্বকে কোরবানি দিতে পারি : শামীম ওসমান

বিশ্বের সকল মুসলমানদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আমাদের সবাইকে একে অপরের সুখে দু:খে পাশে থাকা উচিত।

আমরা যাতে সবার সুকে সুখি হতে পারি এবং সবার দু:খে দু:খি হতে পারি সেই দোয়া চাই।

সোমবাব  (১৭ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় পৌর ঈদগাহে ঈদের নামাজ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় শামীম ওসমান ছহিভাবে পশু কোরবানির মাধ্যমে সবাই যাতে নিজেদের ভেতরের পশুত্বকে কোরবানি দিতে পারেন এই প্রত্যাশা ব্যাক্ত করেন।

পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, সবার কাছে দোয়া ভিক্ষা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

তিনি দেশটাকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন,  মহান আল্লাহ যেন তাঁকে সুস্থতা ও নেক হায়াৎ দান করেন।

এরআগে একমাত্র ছেলে  ইমতিনান ওসমান অয়নকে সাথে নিয়ে সকাল আটটায় ঈদের নামাজের প্রথম জামাতে অংশগ্রহণ করে নামাজ আদায় করেন সংসদ সদস্য শামীম ওসমান।

নামাজ শেষে হাত নেড়ে স্থানীয়দের সাথে কুশল বিনিময় ও কোলাকুলি করে বিদায় নেন তিনি।