নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বাবুল আর নেই, শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪০, ১৭ নভেম্বর ২০২৪

ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বাবুল আর নেই, শোক

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়াঙ্গণের অনন্য সাধারণ ব্যক্তিত্ব ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি এজেডএম ইসমাইল বাবুল (৭৫) আজ রবিবার সকাল ৬টায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,কণ্যা ও পুত্র এবং ভাইবোন রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা আমলাপাড়া বড় মসজিদ এবং ২য় জানাজা তাঁর দীর্ঘদিনের ভালবাসারস্থল ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

নিবেদিতপ্রাণ এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে জেলা ক্রীড়ঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সকল সংগঠক, সহকর্মী, গুণগ্রাহীগণ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।  

শোক বার্তায় মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। 
 

সম্পর্কিত বিষয়: