বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে বন্দর থানার নবাগত অফিসার ইনর্চাজ গোলাম মোস্তফা। রোববার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সাংবাদিক ও পুলিশ ভাই ভাই। আমি অল্প কদিন হলো বন্দর থানায় যোগদান করেছি। বন্দরবাসীকে অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী সঞ্চালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি.এম. মাসুদ, উপদেষ্টা সরদার মোহাম্মদ আলিম, আতাউর রহমান ও মো: কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেবুব মিয়া, সহ- সাধারন সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক শাহজামাল, বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য দ্বীন ইসলাম দিপু, বন্দর প্রেসক্লাবের প্রাথমিক সদস্য লতিফ রানা, মামুনুর রহমান মামুন, ইকবাল হোসেন, মেহেদী হাসান মুন্না ও সবুজ মাহামুদ, বন্দর থানার পুলিশ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটোয়ারী, বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক হাওলাদার প্রমুখ।
মত বিনিময় সভা শেষে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ বন্দর থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাকে ফুলেল শুভেচ্ছা জানান।