 
				
					নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের পক্ষ থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আমীর আবদুল জব্বার ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।
শনিবার (২৮ জুন) দুপুরে এক বিবৃতিতে তারা এই অভিনন্দন জানিয়েছেন। একইভাবে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমাদও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তারা বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করছি সাংবাদিক নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের জনগণের প্রকৃত বন্ধু হিসেবে পাশে থাকবেন। অন্যায়, অবিচারের বিরুদ্ধে কলম সৈনিক হিসেবে ভূমিকা রাখতে সচেষ্ট থাকবেন। প্রত্যাশিত সমাজ গঠনে সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা পালন করবেন।
তারা আরও বলেন, আমরা বিগত দিনে দেখেছি কতিপয় সাংবাদিকরা কিভাবে তাদের নীতি বিসর্জন দিয়ে ফ্যাসিস্টদের পক্ষ নিয়েছিলো। তাদেরকে জাতির বিবেক হিসেবে মূল্যায়ণ করা যায়নি। আশা করছি ফ্যাসিস্ট সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে এই পরিস্থিতির উত্তোরণ ঘটবে। সেই সাথে সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ হিসেবে কাজ করবেন।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে মাসুদ পন্টির নেতৃত্বাধীন প্যানেল। ক্লাবের সভাপতি পদে জয় পেয়েছেন আবু সাউদ মাসুদ (আমার দেশ) ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন)।
নির্বাচনে জয়লাভ করা অন্যান্য প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন (এনটিভি), সহ সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল (মাছরাঙা), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান কাকন (আমাদের সময়)।
কার্যকরী সদস্য পদে জয় পেয়েছেন রফিকুল ইসলাম জীবন (নিউ এইজ), আরিফ আলম দিপু (শীতলক্ষ্যা), আব্দুস সালাম (এটিএন), মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায় (সংবাদ)।
 

 
				

































 
									 
									 
									 
									 
									 
									 
									